অতিরিক্ত পুলিশ সুপার ও এএসপি পদমর্যাদার ১১ জনকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩৩

পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার আইজিপি ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

এদের মধ্যে আটজন অতিরিক্ত পুলিশ সুপারকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। এদের মধ্যে মির্জা সায়েম মাহমুদকে এন্টি টেররিজম ইউনিটে, মুহাম্মদ শাহাদাৎ হোসেনকে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার, মো. আতিকুল ইসলামকে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার, সুদীপ্ত সরকারকে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার, ইমরান রহমানকে ঢাকা রেঞ্জ পুলিশে, মো. আবু রাসেলকে কুষ্টিয়ার সদর সর্কেল, মো. তৌহিদ-উদ-দৌলা লুপমকে পুলিশ সদরদপ্তরে, আবু হেনা মোহাম্মদ ইউসুফকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডিতে পদায়ন করা হয়েছে।

এছাড়া সহকারী পুলিশ সুপার পদমর্যাদার তিন কর্মকর্তাকে ডিএমপিতে বদলি করা হয়েছে। তারা হলেন- মফিজুর রহমান, শিপ্রা রানী দাস ও আব্দুল্লাহ আল মামুন।

ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এসএস/ইএস

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :