ইরানের বিক্ষোভে নিহত ৩১

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২২, ২০:৩২ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৭:১০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ইরানী তরুণী মাহসা আমিনির মুত্যু কেন্দ্র করে ইরান জুড়ে চলছে বিক্ষোভ। বিক্ষোভে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে কমপক্ষে ৩১ বেসামরিক নিহত হয়েছে বলে জানিয়েছে অসলো-ভিত্তিক একটি এনজিও। খবর এএফপির।

ইরানের মানবাধিকার (আইএইচআর) পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম এক বিবৃতিতে বলেছেন, ‘ইরানের জনগণ তাদের মৌলিক অধিকার এবং মানবিক মর্যাদা অর্জনের জন্য রাস্তায় নেমে এসেছে... এবং সরকার তাদের শান্তিপূর্ণ প্রতিবাদের জবাব ছয়দিনের মাথায় টোল হিসেবে বুলেট দিয়ে দিচ্ছে।’

আইএইচআর ৩০ টির বেশি শহর এবং অন্যান্য নগর কেন্দ্রে বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করেছে। সেইসঙ্গে বিক্ষোভকারী এবং সুশীল সমাজ কর্মীদের ‘গণগ্রেপ্তার’ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে।

আমিনির জন্মস্থান কুর্দিস্তানের উত্তর প্রদেশে সপ্তাহান্তে প্রথম বিক্ষোভ শুরু হয়, এখন তা সারা দেশে ছড়িয়ে পড়েছে।

আইএইচআর আরও জানিয়েছে, কাস্পিয়ান সাগরের উত্তর মাজানদারান প্রদেশের আমোল শহরে বুধবার রাতে ১১ জন এবং একই প্রদেশের বাবোলে আরও ছয়জন নিহত হয়েছে। অপরদিকে, উত্তর-পূর্ব শহর তাব্রিজে বিক্ষোভে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে।

আমিরি-মোগাদ্দাম বলেছেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা এবং উদ্বেগ প্রকাশ এখন যথেষ্ট নয়।’

এর আগে কুর্দি অধিকার গোষ্ঠী হেনগাও বলেছিল, বুধবার রাতে আটজনসহ কুর্দিস্তান প্রদেশ এবং ইরানের উত্তরের অন্যান্য কুর্দি জনবহুল এলাকায় ১৫ জন নিহত হয়েছে।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এসএটি)