চুরি যাওয়া রেলের মালামালসহ গ্রেপ্তার ৬

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২২, ২২:২২ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২, ২২:২৪

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চুরি হওয়া রেললাইনের মালামালসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চুরি যাওয়া ৬৪টি রেল সাপোর্টিং ক্লিপ ও ৮ ফিসপ্লেট জব্দ করা হয়। 

বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

এর আগে বুধবার রাতে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মোটরা এলাকার একটি ভাঙারির দোকান থেকে মালামালসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে ভাঙ্গার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

জানা যায়, গত ২১ সেপ্টেম্বর পদ্মাসেতু রেল লিংক প্রজেক্টের উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদার নির্মাণাধীন এলাকা থেকে ৬৪টি রেল সাপোর্টিং ক্লিপ ও ৮ ফিসপ্লেট চুরি যায়। পরে এই ঘটনায় চোরাই মালামাল কেনার অপরাধে এনায়েত শেখ (৩৫), আব্দুর রহমান ওরফে রকমত মাতুব্বরকে (৫০) গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্য মতে সংঘবদ্ধ চোর চক্রের অপর চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. তানজিম মোল্লা (১৯), মো. রাসেল মোল্লা (২০) , মো. মামুন শেখ (১৭), মো. ইমন মোল্লা (১৫)।

এদিকে প্রকল্পের সেফটি ইনচার্জ মো. সাগর আলী বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অভিযোগ করেন। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে চোরাই মালামালসহ সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, একটি অভিযোগেরভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে চুরি যাওয়া রেলের মালামালসহ সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এলএ)