জানালা দিয়ে ছোড়া পেট্রোলের আগুনে দগ্ধ স্ত্রীর মৃত্যু, স্বামীর অবস্থা আশঙ্কাজনক

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৫

নওগাঁর পত্নীতলায় বসত ঘরের জানালা দিয়ে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলের আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ হওয়ার ঘটনায় স্ত্রী হালিমা খাতুনের (২০) মৃত্যু হয়েছে। এছাড়া তার স্বামী রিপন মিয়ার (২৪) অবস্থাও আশঙ্কাজনক। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।

এর আগে বুধবার রাত ৯ টার দিকে উপজেলার আমদাদপুর কমলাবাড়ি গ্রামে বসত ঘরের জানালা দিয়ে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলের আগুনে দগ্ধ হয়ে মারাত্মক আহত হন স্বামী-স্ত্রী। পরে তাদের দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয়রা জানান, রিপন মিয়া ও তার স্ত্রী হালিমা প্রতিদিনের মতো রাতের খাবার শেষে ঘুমাতে যান। এসময় বাড়ির পেছন থেকে ঘরের জানালা দিয়ে দুর্বৃত্তরা পেট্রোল মেশানো আগুন ঘরের মধ্যে ছুড়ে মারে। এসময় শরীরে আগুন ধরলে স্বামী স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।

চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.খালিদ সাইফুল্লাহ জানিয়েছিলেন, অগ্নি দগ্ধ স্বামী-স্ত্রীর শরীরের ৭০ থেকে ৮০ ভাগ ঝলসে গেছে।

পত্নীতলা থানার ওসি শামসুল আলম জানান, ঘটনাস্থল থেকে সব আলামত সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত হবে।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :