এমবাপ্পে-জিরুডের গোলে টিকে রইল ফ্রান্স

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৬

উয়েফা নেশন্স লিগে গ্রুপপর্বে নিজেদের প্রথম প্রথম চার ম্যাচে জয়হীন ফ্রান্স অবনমনের শঙ্কায় পড়ে। কিন্তু পঞ্চম ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ওলিভার জিরুড ও কিলিয়ান এমবাপ্পের গোলে ২-০ ব্যবধানে জয়লাভ করে আশা বাঁচিয়ে রাখল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এরপরও রয়েছে অনেক হিসাব-নিকাশ।

গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচ হারের পর টানা দুই ম্যাচ ড্র করে ফ্রান্স। এরপর চতুর্থ ম্যাচে আবারও পায় হারের স্বাদ। তাতে পয়েন্ট টেবিলের তলানিতে অবনমনে পড়তে বসেছিলো দল। এজন্য শেষ দুই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না ফরাসিদের।

জয়ের লক্ষ্যে নিজেদের মাঠে খেলতে নেমে বল দখলে ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে স্বাগতিক ফ্রান্স। এদিন ম্যাচের ৬১ শতাংশ সময় নিজেদের কাছে বল রেখেছিলো স্বাগতিক দলের ফুটবলাররা। আর প্রতিপক্ষের গোলবার বরাবর শট নিয়েছে মোট ছয়টি। এর মধ্যে গোল হয়েছে দুটি।

অন্যদিকে পুরো ম্যাচের মাত্র ৩৯ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রাখতে সক্ষম হয়েছে সফররত অস্ট্রিয়া দলের ফুটবলাররা। আর প্রতিপক্ষের গোলবার বরাবর শট নিতে পারেনি একটিও। ফলে আসেনি কোনো গোলও।

অস্তিত্ব টিকিয়ে রাখার ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে গিয়ে প্রথম গোলটি করেন এমবাপ্পে। জিরুডের পাস ধরে জোরালো শটে জাল কাঁপান এ তরুণ তারকা। এর নয় মিনিট পর গ্রিজম্যানের ক্রস থেকে লাফিয়ে করা হেডে জালের ঠিকানা খুঁজে নেন জিরুড। পরে আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়েন দিদিয়ের দেশামের শিষ্যরা।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুরোধ শান্তর!

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কামিন্স ও ব্রান্ট

বেঙ্গালুরুর একাদশে না থাকার রহস্য ভাঙলেন ম্যাক্সওয়েল

তাসকিনের বিশ্রাম ও আইপিএল খেলতে না দেওয়া নিয়ে যা বলছে বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :