রাজধানীর হাজারীবাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর হাজারীবাগ মোটরসাইকেলের ধাক্কায় ফিরোজা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি একজন গৃহকর্মী ছিলেন। হাজারীবাগ বউবাজার বালুর মাঠের সামনের রাস্তায় শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ওই নারীর স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। বিকাল পৌনে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফিরোজার গ্রামের বাড়ি পটুয়াখালীর কটিয়াদি উপজেলায়। তার স্বামীর নাম দুখু মিয়া। হাজারীবাগ বউবাজার বালুর মাঠ এলাকায় স্বামী ও সন্তানের সঙ্গে বসবাস করতেন তিনি।

নিহতের ছেলে সুজন জানান, বাসার সামনেই বেরিবাধের নিচের একটি শুরু সড়কে তার মা রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এলএ)