ইংল্যান্ডের বিপক্ষে পিচ টেম্পারিং করেছিলাম: আফ্রিদি

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৪ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

দীর্ঘদিন পর পাকিস্তান সফরে গিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। চলছে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। চলমান এই সিরিজের মাঝখানে আলোচনায় সাবেক পাকিস্তানি দলনেতা শহিদ আফ্রিদির একটি মন্তব্য। নিজেদের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে নাকি পিচ টেম্পারিং করেছিলেন তিনি। এজন্য অনুশোচনাও প্রকাশ করেছেন আফ্রিদি।

সম্প্রতি একটি টিভি শো-তে আফ্রিদি বলেন, ‘ফয়সালাবাদে সিই টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিলো। ওই ম্যাচে টার্ন নিচ্ছিলো না, এমনকি সুইং, সিমিংও নয়। হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে সবাই সেদিকেই ব্যস্ত হয়ে পড়ে। তখন আমি মালিককে (শোয়েব) শোয়েব তাতে সায় দিয়েছিলেন জানান সাবেক অধিনায়ক, ‘মালিক বললো ‘খোঁড়ো, কেউ দেখছে না। আমিও খুঁড়লাম।’

অবশ্য এই ঘটনার জন্য শাস্তিও পেয়েছিলেন ‘বুমবুম আফ্রিদি’ নামে খ্যাত এই তারকা ক্রিকেটার।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এমএম)