দ্রুততম মানব-মানবী: আগের অবস্থায় ইমরানুর, হারানো মুকুট পুনরুদ্ধার শিরিনের

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২২, ২৩:১২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশের দ্রুততম মানব হিসেবে এবারও নিজের অবস্থান ধরে রেখেছেন ইমরানুর রহমান। অন্যদিকে দ্রুততম মানবীর হারানো মুকুট পুনরুদ্ধার করেছেন শিরিন আক্তার।

শুক্রবার বনানী আর্মি স্টেডিয়ামে শুরু হওয়া দুই দিনের সুলতানা কামাল-আলিলা গ্রুপ ১৬তম জাতীয় সামার অ্যাথলেটিকসের প্রথম দিনেই ১০০ মিটার স্প্রিন্টের খেতাব ধরে রাখেন ইমরানুর। ইলেকট্রনিক বোর্ডে তিনি সময় নিয়েছেন ১০.২৯ সেকেন্ড। এটিও নতুন জাতীয় রেকর্ড।

অন্যদিকে সুমাইয়া দেওয়ানকে হারিয়ে দ্রুততম মানবীর মুকুট ফের নিজের মাথায় পরেছেন শিরিন আক্তার। এ নিয়ে ১৩ বার ১০০ মিটার জিতলেন শিরিন। সময় নিয়েছেন ১১.৯৫ সেকেন্ড। ইলেকট্রনিক বোর্ডে এটি মেয়েদের ১০০ মিটারে নতুন জাতীয় রেকর্ড। আগের রেকর্ডও ছিল শিরিনের। ২০১৬ সালে গুয়াহাটি এসএ গেমসে করেন ১১.৯৯।

গত জানুয়ারিতে প্রথমবার জাতীয় অ্যাথেলেটিকসে খেলেই রেকর্ড গড়ে সেরা হয়েছিলেন লন্ডনপ্রবাসী ইমরানুর। তখন তিনি ২১ বছর আগের রেকর্ড ভেঙেছিলেন। হারিয়েছিলেন চারবারের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইলকে।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এএইচ/কেএম)