ড্রোন বিক্রির অভিযোগে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত ইউক্রেনের

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২২, ১০:৩০ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১১:৫০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

রাশিয়ার কাছে ইরানের বিরুদ্ধে ড্রোন বিক্রির অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের দাবি উড়িয়ে দেওয়া হয়। তাস্বত্ত্বেও, রাশিয়ার কাছে ড্রোন বিক্রির অভিযোগে ইরানের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন।

রুশ সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গতকাল শুক্রবার (২৪ সেপ্টেম্বর) কিয়েভ সরকার ইরানের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের সিদ্ধান্ত জানাই। রাষ্ট্রদূতের পাশাপাশি ইরানের দূতাবাস থেকে আরও কূটনীতিক প্রত্যাহার করা হবে। তবে কতজন কূটনীতিক প্রত্যাহার করা হবে তা জানায়নি কিয়েভ সরকার।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ‍বিবৃতিতে জানায়, রাশিয়ার কাছে ড্রোন বিক্রির মাধ্যমে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে অবমূল্যায়ন করা হয়েছে।

গত জুলাই মাসে যুক্তরাষ্ট্র প্রথমবার ইরানের বিরুদ্ধে ড্রোন বিক্রির অভিযোগ তুলেছিল। তখন তেহরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করা হয়।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/আরআর)