সপ্তাহের দাম বৃদ্ধির শীর্ষে বিডিকম অনলাইন

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৯

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বৃদ্ধির শীর্ষে রয়েছে বিডিকম অনলাইন লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৫২.৬২ শতাংশ বেড়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১৬২ কোটি ৩২ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩২ কোটি ৪৬ লাখ ৪৪ হাজার   টাকা।

দাম বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৪৬ দশমিক ৪৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৮৩ কোটি ৮৬ লাখ ৫৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৬ কোটি ৭৭ লাখ ৩১ হাজার  টাকা।

বসুন্ধরা পেপার মিলস লিমিটেড দাম বৃদ্ধির তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৩১ দশমিক ২৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৪২ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৮ কোটি ৪৭ লাখ ৪৭ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আজিজ পাইপস, ওরিয়ন ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইনডেক্স অ্যাগ্রো, ওরিয়ন ইনফিউশন, বিডি থাই ফুড ও এডিএন টেলিকম লিমিটেড।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এসকেএস)