শেখ হাসিনা দেশকে আমেরিকা বানাতে চান, আরেকটা পক্ষ চায় শ্রীলঙ্কা: মির্জা আজম

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৫

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান ২০৪১ সালের মধ্যে দেশকে আমেরিকা বানাতে, আবার আরেকটা পক্ষ চায় শ্রীলঙ্কা বানাতে- বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

তিনি বলেন, যারা দেশকে শ্রীলঙ্কা বানাতে চায় তারা কিন্তু সামাজিক সম্প্রীতি বিনষ্ট করার জন্য বিভিন্ন ধরনের উস্কানি দেবে, সেই জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধ থেকে মোকাবেল করতে পারি তাহলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন হবে।

শনিবার দুপুরে জামালপুরে জেলা সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

জামালপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সামাজিক সম্প্রীতি সমাবেশের সভাপত্তি করেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।

এতে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন এমপি, পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদের প্রশাসক ফারুক আহম্মেদ চৌধুরী, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, পৌর মেয়র মো. ছানোয়ার হোসেন ছানু প্রমুখ। এ সময় হিন্দু, মুসলিমসহ সকল ধর্মের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এআর)