বাউফলে এসএসসি পরীক্ষায় কক্ষ পরিদর্শকসহ দুজনকে জরিমানা

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৭

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস

পটুয়াখালীর বাউফল উপজেলায় এসএসসি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে কক্ষ পরিদর্শকসহ দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

শনিবার পরীক্ষা চলাকালে উপজেলার কেশবপুর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

 

শনিবার ছিল পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা।

 

পরীক্ষার দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান ওই জরিমানা আদায় করেন। ভবিষ্যতে এ জাতীয় কাজে জড়িত না থাকার জন্য দুই ব্যক্তিকে সতর্ক করে দেন।

সুত্র জানায়, এক শিক্ষককে ও দায়িত্বে না থেকে পরীক্ষা কেন্দ্রে ঘোরাঘুরির অভিযোগে এক লাইব্রেরিয়ানকে এ জরিমানা করা হয়েছে।

 

কেন্দ্র সচিব এইচএম আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই ব্যক্তির মধ্যে একজন হলেন মমিনপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইয়াছিন আরাফাত।

 

তিনি কক্ষ পরিদর্শকের দায়িত্বে থেকে পরীক্ষার্থীদের সহায়তা করছিলেন। আরেকজন হলেন কেশবপুর এনএস মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরিয়ান মো. মনিরুল ইসলাম। তিনি  দায়িত্বে না থেকে পরীক্ষা কেন্দ্রে মধ্যে ঘোরাঘুরি করছিলেন।

 

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এআর)