জমির বিরোধে সংঘর্ষ: ৯৯৯-এ ফোন পেয়ে আহতদের হাসপাতালে ভর্তি করল পুলিশ

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৬ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৮

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝালকাঠিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে জখম করা হয়েছে। ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ঝালকাঠি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ঝালকাঠি সদর উপজেলার পিপলিতা গ্রামের আবুল কালাম আজাদ (৭০), ভাই আব্দুস সালাম ( ৬৫), কামাল হোসেন (৫৩), ছেলে রমজান খান (২৩) ও চাচাতো বোন মাকসুদা বেগম (৬০)। আহতরা পুরুষ সদস্যরা ঢাকায় ভাঙ্গারির মালামাল বিক্রি করে।

আহতরা জানিয়েছেন, নিজের পৈত্রিক জমিতে তারা বসতঘর তুলছিল। এ সময় একই এলাকার মজিদ ডাকুয়া ও তার ছেলে শাহীন ডাকুয়া ভাড়া করা ১৫ থেকে ১৬ জন লোক নিয়ে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলাকারীদের ভয়ে এলাকার কেউ তাদের রক্ষার জন্য এগিয়ে আসেনি। পরে ৯৯৯ এ ফোন দিলে ঝালকাঠি সদর থানা পুলিশের সদস্যরা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে অভিযুক্ত মজিদ ডাকুয়ার সঙ্গে যোগাযোগ করা হয়ে তাকে পাওয়া যায়নি।

ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান জানান,‘ হামলায় দুই পক্ষের লোকজন আহত হয়েছে। তবে এঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এআর)