ত্রিশালে বিভক্তিতে বিএনপির বিক্ষোভ, যুবলীগের প্রতিবাদ সমাবেশ

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২২, ২২:০৩

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ত্রিশাল উপজেলা যুবলীগ।

অপরদিকে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা মামলা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দুই গ্রুপে বিভক্ত হয়ে পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপির বিবাদমান দুই গ্রুপ।  

শনিবার বিকালে স্থানীয় বাসস্ট্যান্ড চত্বরে ত্রিশাল উপজেলা যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকারের সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহিম খলিল নয়নের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন- স্থানীয় সংসদ সদস্য রুহুল আমীন মাদানী।

বক্তব্য দেন- সাবেক সাংসদ, সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শামছুদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক এএনএম শোভা মিয়া আকন্দ, আশরাফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাকসুদ খান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ হাছান নিউটন।

অপরদিকে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ত্রিশাল উপজেলা বিএনপির একাংশ। উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে এক সমাবেশ করে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভুইয়া, যুগ্ম আহবায়ক আতাউর রহমান শামীম, মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, আনিছুর রহমান মৃধা, আব্দুল মতিন, পৌর বিএনপির সভাপতি আলেক চান দেওয়ান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।  

অন্যদিকে পৃথক একটি পক্ষ ত্রিশাল উপজেলা বিএনপির ব্যানারে স্থানীয় গো হাটা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ করে।

সমাবেশে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম আমিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।

বক্তব্য দেন- পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করিম সেলিম, উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক স্বপন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, জেলা যুবদলের সদস্য হুমায়ুন কবীর, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সালেম প্রমুখ।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এলএ)