বঙ্গবন্ধু সেতুতে ট্রাক উল্টে রেললাইনে গাছের গুঁড়ি!

ভুঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৯
রেললাইনের ওপর গাছের গুঁড়ি পড়ে সেতুর পূর্ব পাড়ে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন তিন ঘণ্টা আটকে থাকে (ছবি: ঢাকাটাইমস)

বঙ্গবন্ধু সেতুতে ট্রাক উল্টে গাছের গুঁড়ি ছিটকে পড়ে রেললাইনে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ তিন ঘণ্টা বন্ধ থাকে।

শনিবার রাত ১০টা ২০ মিনিটে সেতুর পশ্চিম পাড়ের ২১ নং পিলারের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার আব্দুল মান্নান এ তথ্য জানান।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসাদ্দেক হোসেন ঢাকাটাইমসকে বলেন, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী গাছের গুঁড়িবাহী একটি ট্রাক সেতুর ২১ নম্বর পিলারের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় কিছু গুড়ি রেললাইনের ওপর ছিটকে পড়ে। এতে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

একটি ট্রাক সেতুর ২১ নম্বর পিলারের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় কিছু গুড়ি রেললাইনের ওপর ছিটকে পড়ে (ছবি: ঢাকাটইমস)

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার আব্দুল মান্নান ঢাকাটাইমসকে বলেন, রাত সাড়ে ১০টায় রেললাইনের ওপর গাছের গুঁড়ি পড়ে সেতু পূর্ব পাড়ে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন ৩ ঘণ্টা আটকে থাকে। পরে পুলিশ ও সেতু কর্তৃপক্ষের লোকজন গুঁড়িটি সরিয়ে নেয়। পরে রাত ১টা ৩০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :