সরিষাবাড়িতে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৩:০২ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫২

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় ধান রোপণ করতে গিয়ে জাহিদুল (২৮) নামে এক যুবক বজ্রপাতে নিহত হয়েছেন। রবিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের দক্ষিণ দামোদরপুর গ্রামের হবিবর রহমানের ছেলে।

ব্যবসায়ী আব্দুল কাদের জানান, সকাল ৮টার দিকে বৃষ্টির মধ্যে জাহিদুল বাড়ির পাশে কুলপাল চরে ধান রোপণ করছিল। এ সময় তার ওপর হঠাৎ বজ্রপাত ঘটলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তার পাশেই ধান রোপণ করছিলেন রকিক, মোতালেবসহ অন্যরা। বজ্রপাতের প্রচণ্ড শব্দ ও আলোর ঝলকানিতে জাহিদুলকে মাটিতে পড়ে যাওয়া দেখে তারা দৌড়ে আসেন। পরে জাহিদুলকে উদ্ধার করে সরিষাবাড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই শেখ ফরিদ বলেন, জাহিদুলের ছোট দুটি মেয়ে রয়েছে। তিন ভাইয়ের মধ্যে জাহিদুল সবার ছোট। দাফনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এসএ)