পিরোজপুর জেলা পরিষদ নির্বাচন

`বড় কিছুর আশ্বাসে' প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত আ.লীগের বিদ্রোহী মহিউদ্দিন মহারাজের

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৪:২৮ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন মহারাজ।

৯৫ শতাংশ সমর্থন থাকার পরও আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের সরাসরি হস্তক্ষেপে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বৈঠকে উপস্থিত একজন সিনিয়র নেতা জানিয়েছেন, মহিউদ্দিন মহারাজকে জেলা পরিষদ চেয়ারম্যানের পরিবর্তে ভবিষ্যতে বড় কিছুর আশ্বাস দেওয়া হয়েছে।

শনিবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে মহিউদ্দিন মহারাজকে ডেকে নিয়ে প্রায় দেড় ঘণ্টা তার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় দলের সাধারণ সম্পাদক পিরোজপুর জেলা পরিষদ নির্বাচন থেকে মহিউদ্দিন মহারাজকে সরে যাওয়ার অনুরোধ করেন। দলের সিদ্ধান্ত মেনে সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার কথা বলেন।

এখানে উল্লেখ্য পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে যিনি আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন তিনি এ কে এম আউয়ালের ছোট ভাইয়ের স্ত্রী।

এ বিষয়ে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম আউয়াল বলেন, ‘দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন মহিউদ্দিন মহারাজ।’

সদ্য মেয়াদ শেষ হওয়া জেলা পরিষদে পিরোজপুরের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন মহিউদ্দিন মহারাজ। গত নির্বাচনেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করেছিলেন। এবারও নির্বাচনের আগেই পিরোজপুর জেলা পরিষদের ৭৪৭ জন ভোটারের মধ্যে ৭০৪ জনই মহিউদ্দিন মহারাজকে প্রকাশ্যে সমর্থন জানান। সে কারণে ইতিমধ্যেই জেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের মহিউদ্দিন মহারাজ সারাদেশে ব্যাপক আলোচনায় আসেন।

মহিউদ্দিন মহারাজের প্রার্থিতা প্রত্যাহারের মধ্য দিয়ে পিরোজপুর জেলায় ফাঁকা মাঠে সালমা ইসলামের জয় এখন সময়ের ব্যাপার মাত্র।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/পিআর/এফএ)