ঝিনাইদহে সাপের কামড়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:০২ | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৯

ঝিনাইদহের সদর উপজেলায় সাপের কামড়ে বদিউজ্জামান এপো (৫১) নামের এক স্কুলশিক্ষক মারা গেছেন।

শনিবার রাতে উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ইস্তেফাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বদিউজ্জমান উপজেলার মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ইস্তেফাপুর গ্রামের মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামের ছেলে।

নিহতের পরিবার জানায়, বদিউজ্জামান রাত ১০টার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে গেলে বিষাক্ত সাপ ছোবল দেয়। এসময় পরিবারে লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. লিমন পারভেজ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিক্ষক বদিউজ্জামানের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, সাপে কাটলে প্রথম ঘণ্টার মধ্যে হাসপাতালে পৌঁছাতে হবে। তাহলে চিকিৎসা দিয়ে রোগীকে সুস্থ করা সম্ভব হয়।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :