চরকি ঘুরিয়ে অপুর ‘লাল শাড়ি’র যাত্রা শুরু

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:২১

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস

সিনেমা নির্মাণের চিরাচরিত রীতি মেনে শুভ মহরতের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’র।  শনিবার সন্ধ্যায় রাজধানীর গোল্ডেন টিউলিপ রেস্তোরাঁয় সিনেমাটির মহরত হয়। এ সময় বাবা উপেন্দ্র নাথ বিশ্বাস ও মা শেফালী বিশ্বাসকে শ্রদ্ধা জানিয়ে চরকি ঘুরিয়ে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন অপু।

মহরত অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, ‘অপু-জয় চলচ্চিত্র’ প্রযোজনা প্রতিষ্ঠানের উদ্যোক্তা আমার মা। তিনি আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়েছেন। তিনি এও চেয়েছিলেন যে, সরকারি অনুদানের চলচ্চিত্র দিয়ে যেন আমার প্রযোজনা প্রতিষ্ঠান শুরু হয়। সেটা করতে পেরেছি, ভালো লাগছে। সবাই আমার বাবা-মায়ের জন্য দোয়া করবেন।’

জনপ্রিয় এই নায়িকা আরও বলেন, ‘অনুদান পেয়ে প্রথম যাকে ফোন করেছিলাম তিনি বিপ্লব দা (বিপ্লব সাহা)। সে বলেছিল, মাসী মা নেই তো কী হয়েছে, আমি আছি তোর পাশে।’

সিনেমার পরিচালক বন্ধন বিশ্বাস জানান, নভেম্বরে শুরু হবে সিনেমাটির শুটিং। টানা শুটিং করতে চান তিনি। আগামী বছরের পহেলা বৈশাখে সিনেমাটি মুক্তির পরিকল্পনা আছে তাদের। নির্মাতা বলেন, ‘লাল শাড়ি একটা স্বপ্ন, মুক্তি সংগ্রামের প্রতীক। এমন একটি গল্প বলার জন্য অপু বিশ্বাস আমার ওপর আস্থা রেখেছেন- এ জন্য ধন্যবাদ। তিনি আমাকে স্বাধীনতা দিয়েছেন কাজ করার। সব মিলিয়ে এক রকম চাপই অনুভব করছি।’

চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস ও মডেল বারিস হকের যৌথ সঞ্চালনায় অপু বিশ্বাস ছাড়াও এদিন আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক, অভিনেতা শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, অভিনেত্রী নিপুণ আক্তার, অভিনেত্রী দিলরুবা দোয়েল, অভিনেত্রী রেবেকা, লাল শাড়ি সিনেমার পরিচালক বন্ধন বিশ্বাস, মুশফিকুর রহমান গুলজার, সোহানুর রহমান সোহান, গাজী মাহাবুব, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা, অভিনেতা সুব্রত, নায়িকা দিঘীসহ অনেকে।

তারভীর আহমেদ সিডনির কাহিনি ও সংলাপে সিনেমাটি নির্মাণ করছেন বন্ধন বিশ্বাস। সিনেমাটিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন সাইমন সাদিক ও সুমিত। অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটি নির্মাণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন অপু বিশ্বাস।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এলএম/এএইচ)