করোনার পর বাদুড় থেকে ছড়াচ্ছে নতুন এক ভাইরাস

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

বাদুড়ের মধ্যে করোনাভাইরাসের সমগোত্রীয় নতুন একটি ভাইরাসের সন্ধান পেয়েছেন একদল গবেষক। এই ভাইরাসটি সার্স-কভি-২ এর মতো করোনাভাইরাস সৃষ্টি করে, যা মানুষকে সংক্রমিতও করতে পারে। খোস্তা-২ নামের নতুন এই ভাইরাস করোনার ভ্যাকসিনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলেও জানান গবেষকরা।

ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির মাইকেল লেটকোর নেতৃত্বে বিজ্ঞানীদের গবেষণায় আরও দেখা যায়, কোভিড ভ্যাকসিনের কারণে বা ওমিক্রনের সংক্রমণের কারণে উৎপাদিত মানব অ্যান্টিবডির মাধ্যমেও ভাইরাসটি মোকাবিলা করা সম্ভব নয়।

নতুন এ ভাইরাসের বিষয়ে টাইম পিএলওএস প্যাথোজেনস জার্নালে একটি নিবন্ধ প্রকাশ হয়েছে।

নিবন্ধে বলা হয়েছে, নতুন ভাইরাসটি প্রাথমিকভাবে দুই বছর আগে রাশিয়ায় বাদুড়ের মধ্যে শনাক্ত হয়েছিল। ওই সময় এটি মানুষের জন্য ক্ষতিকারক বলে মনে করা হলেও সম্প্র্রতি ল্যাবে পরীক্ষায় নিবিড় পর্যবেক্ষণে দেখা গেছে, এই ভাইরাস মানুষকে সংক্রমিতও করতে পারে।

বিজ্ঞানীদের মতে, এই ভাইরাসে মানুষের মধ্যে জটিল রোগ সৃষ্টি করতে পারে-এমন জিনের ঘাটতি রয়েছে। তবে ভাইরাসটি সার্স-কভি-২ এরজিনের সঙ্গে মিশে গেলে এটি ভয়াবহ হয়ে উঠতে পারে।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/আরআর)