টেকনাফে ১৩ সোনার বার উদ্ধার

টেকনাফ (কক্সবাজর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৫ | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৩

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ১৩টি সোনার বার উদ্ধার করেছেন। যার ওজন ২১৫৯.৪৩ গ্রাম ।

শনিবার রাত দুইটার দিকে উপজেলার বরইতলী এলাকায় অভিযান চালিয়ে বারগুলো উদ্ধার করা হয়েছে। এসময় আরও ৩০ কেজি বার্মিজ গুড় জব্দ করা হয়।

রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, কোস্টগার্ড টেকনাফ থানার বরইতলী এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে মিয়ানমার হতে টেকনাফ স্থলবন্দরের দিকে আসা একটি বোট হতে নেমে একজন ব্যক্তিকে ১টি হলুদ রঙের বস্তা মাথায় নিয়ে বরইতলী পেরা বনের ভেতরে প্রবেশ করতে দেখা যায়। ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেয়। কোস্টগার্ড-এর সংকেত টের পেয়ে ওই ব্যক্তি বস্তাটি ফেলে বরইতলী পাহাড়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে ৩০ কেজি বার্মিজ গুড়ের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২১৫৯.৪৩ গ্রাম ওজনের ১৩টি সোনার বার উদ্ধার করা হয়।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :