বগুড়ায় মাদ্রাসা শিক্ষক‌কে মার‌ধর, গ্রেপ্তার ২

বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৭

বগুড়া সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক জিএম শামছুল আলমকে মারধরের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, সুলতানগঞ্জপাড়া এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে মো. সোহেল (৫৪) এবং সোহেলের ছেলে তাসবীর (২২)।

রবিবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার মধ্যরাতে সুলতানগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, শনিবার রাত সোয়া ৮টার দিকে মোটরসাইকেলযোগে মাদ্রাসার মসজিদে নামাজের জন্য যান ওই প্রতিষ্ঠানের আরবি ও ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক জি এম শামছুল আলম। যাওয়ার সময় মাদ্রাসার গেইটের দারোয়ান ওই শিক্ষকের জন্য প্রতিষ্ঠানের বড় গেইট খুলে দেন। এটা দেখে সোহেল ও তার ছেলে তাসবীর অকথ্য ভাষায় দারোয়ানকে গালগালাজ করেন। এতে শিক্ষক শামছুল আলম প্রতিবাদ জানালে সোহেল তার গলা চেপে ধরে এবং বেধড়ক মারধর করেন। পরে তারা আরো ১৫ থেকে ২০ জনকে দেশীয় অস্ত্রসহ ডেকে আনে এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও নানা রকমের হুমকি প্রদান করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জুলহাস উদ্দিন জানান, এ ঘটনায় থানায় দুজন নামীয় এবং অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে নামীয় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :