বান্দরবানে পুলিশের রিসোর্ট উদ্বোধন করলেন আইজিপি

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৩ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:২১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বান্দরবানের থানচিতে রিসোর্ট নির্মাণ করেছে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট। সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার ফুট উঁচুতে হাইল্যান্ডার্স পার্ক অ্যান্ড রিসোর্ট নামে এই  রিসোর্ট গড়ে উঠেছে পাঁচ একর জায়গা নিয়ে। রবিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ রিসোর্টটি উদ্বোধন করেছেন।

পুলিশপ্রধান বলেন, বাংলাদেশ পুলিশ দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে। পাশাপাশি আমরা পুলিশ বাহিনীর সদস্যদের কল্যাণ এবং জনগণের কল্যাণেও বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছি। পর্যটকদের সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে থানচিতে এই রিসোর্ট নির্মাণ করা হয়েছে। রিসোর্টটি দেশের পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

হাইল্যান্ডার্স পার্ক অ্যান্ড রিসোর্টে রয়েছে ভিআইপি কটেজ, হানিমুন কটেজ, এক্সিকিউটিভ কটেজ ও ডরমেটরি। নানা স্বাদের পাহাড়ি খাবারসহ অন্যান্য খাবারেরও ব্যবস্থা রয়েছে। 

পাহাড়ি সংস্কৃতির সঙ্গে মিল রেখে এখানে নির্মাণ করা হয়েছে একটি জাদুঘর। এই রিসোর্টের আরেকটি আকর্ষণীয় দিক হলো থানচি থেকে সাঙ্গু নদী হয়ে রিমাক্রি ও আফিয়াখুম পর্যন্ত নৌবিহার।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এসএস/কেএম)