আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩১

আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয় দলগত চ্যাম্পিয়ন হয়েছে।

গত ২২ ও ২৩ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং কমপ্লেক্সে আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার (ছেলে ও মেয়ে) ও ওয়াটারপোলো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিযোগিতায় ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয় দল ১৩টি স্বর্ণ, ১১টি রৌপ্য ও ৮টি বোঞ্জ পদক পেয়ে ৯৫ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতায় ২৯ পয়েন্ট পেয়ে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিদ মো. জাহিদুল ইসলাম ৮টি স্বর্ণ ও ২টি রৌপ্য নিয়ে সেরা সাঁতারু নির্বাচিত হন।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :