আজিজ পাইপস উৎপাদন শুরু করবে

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৫

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত আজিজ পাইপস লিমিটেড উৎপাদন শুরু করতে যাচ্ছে। আজ প্রতিষ্ঠানটির ২৪৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী ১ অক্টোবর থেকে কোম্পানিটি নিজস্ব কারখানায় পণ্য উৎপাদন শুরু করবে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২২-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৯ পয়সা।

গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ৩৭ পয়সা।

অপরদিকে,৯ মাসে (জুলাই,২১-মার্চ,২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৮ পয়সা।

গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ৪৭ পয়সা।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এসকেএস)