ধানমন্ডিতে নিষেধাজ্ঞা, হাজারীবাগে সমাবেশ করবে বিএনপি

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২২, ১১:১৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর ধানমন্ডিতে বিএনপির পূর্বঘোষিত কর্মসূচিস্থলে পুলিশ ১৪৪ ধারা জারি করলেও সমাবেশ প্রশ্নে এখনো অনড় অবস্থানে রয়েছে বিএনপি। ঘোষিত নির্ধারিত সময়ে হাজারীবাগে সমাবেশ করতে চায় দলটি।

সোমবার সকাল সাড়ে ১০টায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি বলেন, ‘ঢাকা মহানগরের আহ্বায়ক (আব্দুস সালাম) আমাকে ফোন করে বলেছেন, হাজারীবাগ সিকদার মেডিকেল কলেজের সামনে তারা (পুলিশ) শেষ পর্যন্ত এলাও করবে। শেষ মুহূর্তে বলতে এখন তো শেষ সময়, নেতা কর্মীদের জড়ো হওয়ার কথা। সিকদার মেডিকেলের ওখানে লোকজন নিয়ে আমরা যাচ্ছি। এর আশেপাশেই আমরা সমাবেশ করার চেষ্টা করব। পুলিশ নাকি এখানে সমাবেশ করার কথা বলেছে, তারা কোনো বাধার সৃষ্টি করবে না।’

জানা যায়, সোমবার রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ সংলগ্ন সড়কে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল ঢাকা মহানগর উত্তর বিএনপি। পরে সেখানে যুবলীগের পক্ষ থেকেও কর্মসূচি ঘোষণা করা হয়। এ কারণে পুলিশ সমাবেশস্থলে নিষেধাজ্ঞা দেয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জোন-৪ (নিউমার্কেট, হাজারীবাগ, কলাবাগান ও ধানমন্ডি থানা) এর উদ্যোগে সমাবেশ হওয়ার কথা।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ধানমন্ডি জোনের এ কর্মসূচিতে প্রধান অতিথি থাকার রয়েছে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর।

বিশেষ অতিথি থাকবেন ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শাজাহান ওমর বীর উত্তম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি। প্রধান বক্তা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু। সভাপতিত্ব করার কথা রয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলামের।

ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ঢাকা টাইমসকে বলেন, ‘পুলিশের সাথে আমাদের কথা হয়েছে, হাজারীবাগ সিকদার মেডিকেল কলেজের সামনে সমাবেশ করার জন্য তারা মৌখিকভাবে সম্মতি দিয়েছে। একটু পরে আমরা অফিসিয়াল অনুমোদনের জন্য যাব।’

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এফএ)