প্রকাশ পেল শেখ হাসিনাকে নিয়ে বানানো প্রামাণ্য চলচ্চিত্র

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৪:২১ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৯

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্য চলচ্চিত্র। এটি প্রযোজনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান বৈষ্টমী। পরিচালনা করেছেন আয়েশা এরিন। যিনি প্রযোজনা প্রতিষ্ঠান বৈষ্টমীর প্রধান নির্বাহীও। প্রামাণ্য চলচ্চিত্রটির নাম ‘শেখ হাসিনা: আ ট্রু লিজেন্ড।’ সোমবার সেটি বৈষ্টমীর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।  

প্রযোজনা প্রতিষ্ঠান বৈষ্টমী এই প্রামাণ্য চলচ্চিত্রটির নির্মাণ করেছে দেশি প্রতিষ্ঠান কে এইচ এন রিসার্চ টিম, ইউরোপভিত্তিক প্রতিষ্ঠান ডিডি রিসার্চ এবং আইডিয়াল থিংকারস এসোসিয়েশনের সঙ্গে সমন্বয় করে।

প্রামাণ্য চলচ্চিত্রটি সম্পর্কে এটির পরিচালক ও বৈষ্টমীর প্রধান নির্বাহী আয়েশা এরিন সোমবার গণমাধ্যমকে বলেছেন, ‘আসছে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। আমরা বৈষ্টমী পরিবার মনে করছি, তার জন্মদিন ঘিরে জনমনে উচ্ছ্বাস থাকুক এবং বাংলাদেশ গর্বিত হোক এই মনে করে যে, আমাদের একজন বিশ্বসেরা পর্যায়ের কিংবদন্তিতুল্য নেতা রয়েছেন।’

আয়েশা আরও জানান, ‘প্রামাণ্য চলচ্চিত্রটি দেশবাসীর জন্য সোমবার উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। বৈষ্টমীর ইউটিউব চ্যানেলে এটি দেখা যাবে।’

এই নারী নির্মাতা ও প্রযোজক জানান, ‘প্রামাণ্য চলচ্চিত্রটিতে বিদেশি গণমাধ্যম যেভাবে শেখ হাসিনার জীবন পরিক্রমাকে দেখে, তা স্থান পেয়েছে। একজন শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে গবেষণা করে তার রাজনীতিক হওয়া এবং শাসক হয়ে কী কী গুণাবলী চরিত্র নিয়ে তিনি অদম্য সত্তা হতে পেরেছেন, তা জায়গা করে নিয়েছে।’

ইতিহাসের ক্ষণজন্মা দার্শনিকদের মতবাদ ঘিরে শেখ হাসিনার রাজনৈতিক জীবনের পথ বিস্তৃত কি না, তা দেখতে চলচ্চিত্রটি দেখতে হবে বলে মনে করছেন নির্মাতা আয়েশা এরিন। তিনি এও জানান, প্রামাণ্য চলচ্চিত্রটিতে শেখ হাসিনার রাজনৈতিক জীবনের বর্ণনা দেওয়ার জন্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জমান লিটনকে রাখা হয়েছে।

আয়শা এরিন জানান, চলচ্চিত্রটির শুটিং করা হয়েছে ইউরোপ ও বাংলাদেশের বিভিন্ন লোকেশনে। তিনি বলেন, ‘৪০ মিনিট দৈর্ঘ্যের এই প্রামাণ্য চলচ্চিত্রটি সারাদেশের অন্তত ৮ কোটি মানুষ দেখতে পারলে আমরা সার্থক হব।’

প্রামাণ্য চলচ্চিত্রটিতে আবহ সংগীত পরিচালনা করেছেন নবান্ন ব্যান্ড কে এইচ এন টিউন। এছাড়া এখানে রেজওয়ানা চৌধুরী বন্যা ও কৃষ্ণকলির জনপ্রিয় দুটি গান রয়েছে। জায়গা পেয়েছে দুটি কবিতা। সম্পাদনায় রয়েছেন জনি গোমেজ।

আয়শা বলেন, ‘শেখ হাসিনাকে যথাযথভাবে নতুন প্রজন্মের কাছে কিংবা অনাগত প্রজন্মের জন্য তুলে ধরার জন্যই এই প্রয়াস। খুবই স্বল্প বাজেটে তথা আমাদের নিজস্ব অর্থায়নে বাংলাদেশের জন্য এই কাজটি করতে পেরেছি বলে বৈষ্টমী পরিবার আনন্দিত।’

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এএইচ)