রাশিয়ার স্কুলে বন্দুক হামলা, নিহত অন্তত ৯

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
ইজেভস্ক শহর- রয়টার্স

রাশিয়ার মধ্যাঞ্চলে একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত নয়জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার শিকারদের মধ্যে দেশটির ইজেভস্ক শহরের প্রায় ১ হাজার শিক্ষার্থীর একটি স্কুলের পাঁচ শিশু রয়েছে। খবর বিবিসির।

বন্দুকধারী আত্মহত্যা করেছে বলে জানা গেছে এবং তার উদ্দেশ্য জানা যায়নি। জরুরি কর্মকর্তারা বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন।

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে দুই শিক্ষক ও দুই নিরাপত্তারক্ষী রয়েছেন। স্কুল ভবন থেকে কর্মচারী ও শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় এক এমপি বলেছেন, হামলাকারী দুটি পিস্তল বহন করেছিল। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস তদন্তকারীদের উদ্ধৃত করে বলেছে, বন্দুকধারী নাৎসি প্রতীক এবং বালাক্লাভাসহ একটি টি-শার্ট পরেছিলেন।

স্কুলটি কেন্দ্রীয় সরকারি ভবনের কাছাকাছি, প্রায় ৬ লাখ ৫০ হাজার বাসিন্দার শহর ইজেভস্কের কেন্দ্রে অবস্থিত।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এসএটি)