দরপতনের শীর্ষে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:০০

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর ৭ টাকা ৪০ পয়সা  বা ১০.৩১ শতাংশ কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার কোম্পানিটি সর্বশেষ ৬৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪১৫ বারে ২ লাখ ৫৭ হাজার ১০৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৬৬ লাখ টাকা।

আজিজ পাইপস দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৭০  পয়সা বা ৫০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৩৯ টাকা ৬০ পয়সা  দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে জুট স্পিনার্স । আজ কোম্পানিটির দর  ১৭ টাকা বা ৭.১৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ২২০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- নর্দার্ণ জুট, দ্য পেনিনসুলা, সী পার্ল বীচ, পেপার প্রসেসিং, মোজাফফর হোসেন স্পিনিং, অ্যাসোসিয়েটেড অক্সিজেন ও ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এসকেএস)