ভাঙ্গায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৪

নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সদরের বাজারের অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার অধিদপ্তর।

সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত চলে এই অভিযান।

ফরিদপুর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় সরকারি মূল্যে চিনি, তেল বিক্রি হচ্ছে কিনা তদারকি করা হয়। এছাড়াও অবৈধভাবে শিশু খাদ্যের ব্যবসা পরিচালনা করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় এবং বেকারি পণ্যের মোড়কে প্রতিষ্ঠানের নাম ঠিকানা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং নকল ব্যান্ডরোল যুক্ত তামাক পণ্য বিড়ি বিক্রয় করার অপরাধে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, উপজেলার বালিয়াহাটি বাজারে পলাশ স্টোরকে ১০ হাজার টাকা, মেসার্স ভাই-ভাই স্টোরকে ৫ হাজার টাকা এবং আলামিন ফার্মেসিকে ১০ টাকাসহ সর্বোমোট ২৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :