স্বামীকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি: আকবরের স্ত্রী

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:২১ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৫

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

পায়ের গোড়ালিতে সংক্রমণ এবং কিডনির সমস্যা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি আছেন গায়ক আকবর। তবে আর্থিক সংকটের কারণে তাকে বাড়িতে নিয়ে যেতে হচ্ছে। সোমবার দুপুরে ফেসবুকে আকবরের আইডি থেকে একটি পোস্ট এ খবর জানিয়েছেন গায়কের স্ত্রী কানিজ ফাতেমা।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘অথৈর আব্বুর শারীরিক অবস্থা খুব একটা ভালো না। তার পরও ভালো খবর পায়ের ইনফেকশনটা আটকানো গেছে। আপাতত পা রেখেই চিকিৎসা চালানো যাবে। কিন্তু আমার পক্ষে হাসপাতালে রেখে চিকিৎসা চালানো একেবারেই অসম্ভব। গত ১৩ দিন কিভাবে চিকিৎসার খরচ চালিয়েছি সেটা শুধু আমি আর আমার মেয়ে জানি।’

কানিজ ফাতেমা আরও লিখেছেন, ‘এই ব্যয়বহুল চিকিৎসা আমি আর চালাতে পারছি না। তাই আজ নিজ জিম্মায় অথৈর বাবাকে হামপাতাল থেকে বাসায় নিয়ে যাচ্ছি। আল্লাহ আমাকে আজ কঠিন এক বিপদের মুখোমুখি করেছে। আমি নিজেও জানি না এই বিপদ থেকে আমি কিভাবে রক্ষা পাবো। আমি নিজেও জানি না আর কখনো অথৈর বাবাকে আমি সুস্থ করতে পারব কিনা? সত্যিই খুব অসহায় আমি। নিজের স্বামীকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি।’

এর আগে গত সোমবার গায়ক আকবরের পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার করেন শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা। তার গোড়ালিতে পচন ধরেছিল। ১৮ জন চিকিৎসকের একটি মেডিকেল বোর্ড আকবরের চিকিৎসা করছিলেন।

একই দিন রাতে আকবরের জন্য দোয়া চেয়ে তার মেয়ে অথৈ ফেসবুকে লেখেন, ‘আব্বুর অবস্থা খুবই খারাপ। আব্বু খুব কষ্ট পাচ্ছেন। আল্লাহ তুমি আমার আব্বুকে মাফ করে দাও। আমার আব্বুকে সুস্থ করে দাও। আব্বুর কষ্ট আমরা আর সহ্য করতে পারছি না। সবাই মন থেকে আব্বুর জন্য দোয়া করবেন।’

জানা যায়, একটি মোটরসাইকেল দুর্ঘটনায় গায়ক আকবরের পায়ের এমন দুরবস্থা গত বছর থেকে। এরই মধ্যে বেশ কয়েক দফায় হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে তাকে। হয়েছেন অস্ত্রোপচার। খরচ হয়েছে কয়েক লাখ টাকা।

এর আগে গত মে-তে আকবরের পায়ের অস্ত্রোপচার করা হয়। তারপর বেশ ভালো ছিলেন তিনি। মাঝের চার মাসে স্টেজ শো পর্যন্ত করেছেন। আকস্মিকভাবে তার পায়ে পানি জমতে থাকে। পায়ে পচনও ধরে, যা হাড় পর্যন্ত পৌঁছে যায়। এই অবস্থা দেখে ফের আকবরকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে টাকার অভাবেেআটকে যাচ্ছে তার চিকিৎসা।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এলএম/এএইচ)