দেহব্যবসায়ী বলায় বৈশাখীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান শিক্ষার্থীদের

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ইডেন কলেজ শাখার বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রী বৈশাখী ইডেন কলেজের শিক্ষার্থীদের দেহব্যবসায়ী বলার প্রতিবাদে মানববন্ধন করেছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। তারা ওই বক্তব্যের জন্য বৈশাখীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার বেলা ৩টার দিকে ইডেন কলেজের দুই নাম্বার গেটের সামনে কয়েক শো সাধারণ শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে এসেছিলেন।

এসব ফেস্টুনে লেখা ছিল ‘ইডেন কলেজের হাজারো ছাত্রীর সম্ভ্রম নিয়ে কথা বলার সাহস বহিষ্কৃতরা পেল কোথায়, ইডেন নিয়ে মিথ্যাচার বন্ধ করতে হবে, কুলাঙ্গার নেত্রীদের জায়গা এই ক্যাম্পাসে হবে না।’

সাধারণ শিক্ষার্থীরা বলেন, বৈশাখীসহ যেসব বহিষ্কৃত নেত্রীরা শিক্ষার্থীদের নিয়ে বাজে মন্তব্য করেছেন তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

বৈশাখীর ওই মন্তব্যের কারণে সামাজিকভাবে হেনস্থার শিকার হচ্ছেন বলে জানান শিক্ষার্থীরা।

ঢাকাটাইমস/২৭সেপ্টম্বর/এএইচ/ইএস