ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে জিতল না কেউই

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৪

ক্রীড়া ডেস্ক , ঢাকাটাইমস

পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুই দলের মধ্যে জমপেশ লড়াইটা ছিল দারুণ উপভোগ্য। ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ ম্যাড়ম্যাড়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ফুটবলপ্রেমী দেখেছে মোট ছয়টি গোল। কিন্তু নির্ধারিত সময় শেষে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংল্যান্ড-জার্মানির ফুটবলাররা।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বল দখলে খানিকটা পিছিয়ে থাকলেও আক্রমণে ইংল্যান্ডের সঙ্গে পেরেই উঠেনি জার্মানি ফুটবল দল। পুরো ম্যাচের ৪০ শতাংশ সময় নিজেদের পায়ে বল রাখতে সক্ষম হয় স্বাগতিক দলের ফুটবলাররা। আর প্রতিপক্ষ বরাবর মোট আটবার শট নিয়েছেন ইংলিশরা। গোল হয়েছে তিনটি।

অন্যদিকে পুরো ম্যাচের ৬০ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রাখে সফররত জার্মানির ফুটবলাররা। তবে প্রতিপক্ষের গোলবারে শট নিতে পেরেছে মাত্র চারটি। তারাও গোল করেছে মোট তিনটি।

ইংল্যান্ডের পক্ষে একটি করে গোল করেছেন লুক শ, ম্যাসন মাউন্ট ও হ্যারি কেন। অন্যদিকে জার্মানির হয়ে কাইল হ্যাভার্ট দুটি ও গুনদোগান একিটি করে গোলের দেখা পেয়েছেন।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এমএম)