খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাছের পোনা অবমুক্ত

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৩ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৭

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস

খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়নের উদ্যোগে ‘সম্প্রীতি মৎস্য প্রকল্প’-এ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে একটু জমিও যেন পতিত না থাকে’ প্রধানমন্ত্রীর এমন আহবানকে সফল করতে পতিত ডোবা এবং লেকসমূহে মৎস্য চাষের উদ্যোগ গ্রহণ করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন।

বুধবার সকালে সম্প্রীতি মৎস্য প্রকল্পে মাছের পোনা অবমুক্ত করেন ২৪ আর্টিলারি ব্রিগেড এবং গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন।

এবার কাতল, সিলভার কার্প, রুই, কালিবাউস, গ্রার্স কার্প এবং সরপুটিরসহ অনন্ত চার হাজারটি মাছের পোনা অবমুক্ত করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে গুইমারা রিজিয়ন এর বিএম মেজর মো. আহসান উজ জামানসহ সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এসএ)