চাঁদা না পেয়ে পাটবোঝাই ট্রলারে আগুন

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫০

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁদা না পেয়ে মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে পাটবোঝাই একটি ট্রলারে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার সকালে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে পদ্মা নদীতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে পাটবোঝাই ট্রলারটি নারায়ণগঞ্জের একটি পারটেক্স মিলের দিকে যাচ্ছিল। এসময় ট্রালারটি বাহাদুরপুর এলাকায় পৌঁছলে অপর একটি ট্রলারে আসা কয়েকজন লোক তিন হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় দুর্বৃত্তরা ট্রলার আগুন দিয়ে পালিয়ে যায়। পরে নদী পাড়ের স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।

ট্রলারে থাকা রাজবাড়ী জেলার পাংশা থানার আবাসপুর গ্রামের সুমন মিয়া জানান, সকাল ১০টার দিকে কয়েকজন লোক একটি ট্রলারে করে কয়েক এসে আমাদের কাছে তিন হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেওয়ায় ট্রলারে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা। আগুনে আমাদের অনেক টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এলএ)