টি-টাইম কুকিজের দাম এক লাফে বাড়ল ৪০ টাকা!

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৭ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২, ১১:৫১

পুলক রাজ, ঢাকা টাইমস

দেড় মাসে দফায় দফায় চাল, চিনি,আটা,ময়দা,ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির কারণে পাল্লা দিয়ে বাড়ছে বেকারি পণ্যের দামও। এতে প্রায় প্রতিটি পণ্যই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।

সরেজমিনে রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, ৯০০ গ্রাম টি-টাইম কুকিজ বিস্কুট ১৫০ থেকে ৪০ টাকা বেড়ে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। অন্য পণ্য ৫, ১০, ৩০,৩৫ টাকা বেশি বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোজ্যতেল, চিনি, ডিম, ময়দাসহ বিভিন্ন উপকরণের মূল্যবৃদ্ধির কারণে বেকারি পণ্যের দামও বেড়েছে।

রাজধানীর রামপুরা এলাকার বশির স্টোর মালিক রাকিব হোসেন ঢাকা টাইমসকে বলেন, বাজারে সবকিছুর মূল্যবৃদ্ধি হয়েছে। টি-টাইম কুকিজ বিস্কুট সাধারণ মানুষের চাহিদা বেশি থাকায় ১৫০ থেকে ৪০ টাকা বেড়ে ১৯০ টাকা করে দিছে কোম্পানি। টি-টাইম কুকিজ বিস্কুটের দাম বেড়ে যাওয়ায় ক্রেতা কমে গেছে।

রাজধানীর কলাবাগান এলাকার ক্রেতা ফরদিন আহমেদ ঢাকা টাইমসকে বলেন, টি-টাইম কুকিজ বিস্কুট আমি প্রতি সপ্তায় কিনতাম ১৫০ টাকা করে। দাম বেড়ে যাওয়ার কারণে এখন আর কিনতে পারছি না। আমাদের মতো অল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে সরকার সব ধরনের পণ্যের দাম কমিয়ে দিলে অনেক উপকার হবে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এইচ এম সফিকুজ্জামান ঢাকা টাইমসকে বলেনে, একটা একটা করে সব প্রতিষ্ঠানকে ধরা হবে। প্রতিদিন জরিমানা করা হচ্ছে। আমাদের দিক থেকে আমরা কঠোর আছি।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/পিআর/এআর)