যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আয়ান’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৪ | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১১:০৩

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পশ্চিম উপকূলে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আয়ান’ আঘাত হেনেছে।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় বুধবার (২৮ সেপ্টেম্বর) ঘূর্ণিঝড় ‘আয়ান’ প্রতি ঘণ্টায় ২৪১ কিলোমিটার বেগে ফ্লোরিডাতে আঘাত হেনেছে।

ঘূর্ণিঝড়ের কারণে ২০ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। আর ঘূর্ণিঝড়ের কারণে প্রচণ্ড বাতাসের পাশাপাশি উপকূলে পানির তীব্রতা বৃদ্ধি পেয়েছে।

এছাড়া ২৩ জন অভিবাসী প্রত্যাশীকে নিয়ে একটি নৌকা ডুবে গেছে। উদ্ধারকর্মীরা তাদেরকে উদ্ধারের চেষ্টা করছে।

‘আয়ান’ এর কারণে আগামী কয়েকদিন জনগণকে দুর্ভোগ পোহাতে হবে সতর্ক করেছেন ফ্লোরিডার গভর্নর।

এর আগে গত মঙ্গলবার ঘূর্ণিঝড় ‘আয়ান’ এর কারণে কিউবায় দুই জন নিহত হয়েছিলেন। এছাড়া কিউবা সম্পূর্ণ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :