ভূঞাপুরে ভূমি অফিসের দুই কর্মচারীকে মারধর, এসিল্যান্ডকে বদলি

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৪ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২, ১২:১৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ভূমি অফিসের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ ওঠার পর টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্তকে মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে বদলি করা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়েছে।

গত সোমবার সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত ভূমি অফিসের আউটসোর্সিং কম্পিউটার অপারেটর খায়রুল ইসলামকে তার কক্ষে ডেকে পাঠান এবং নামজারি কাজে ত্রুটির কথা বলে তাকে মারধর করেন। খায়রুল রুম থেকে বেরিয়ে যাওয়ার পর সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট মইনুল ইসলাম তার কক্ষে প্রবেশ করেন। তখন অমিত দত্ত তাকেও মারধর করেন এবং তার মাথা থেকে টুপি খুলে নেন বলে অভিযোগ উঠে।

অমিত দত্তকে বদলির বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গণি বলেন, ‘ঘটনাটি জানাজানি হওয়ার পর ভূমি অফিসের ওই দুই কর্মচারীকে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয় এবং ঘটনাটি জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত করা হয়। এরপর এক প্রজ্ঞাপনে অমিত দত্তকে মন্ত্রণালয়ে সংযুক্ত করার কথা জানানো হয়।’

এ বিষয়ে জানতে অমিত দত্তের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এমআই/এফএ)