সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৭ | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩১

অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত লক্ষ্য অর্জন না হবে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হবে, অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরবেশ সৃষ্টি না হবে বিএনপির আন্দোলন ততদিন চলবে।’

বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

গয়েশ্বর রায় বলেন, ‘আমরা যেসব দাবি নিয়ে এখন আন্দোলন করছি এগুলো জনগণের দাবি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানে প্রতিটা পরিবারের নাভিশ্বাস। আয়ের সঙ্গে তাদের ব্যয়ের কোনো রকমের সঙ্গতি নেই। উত্তরোত্তর ব্যয় বৃদ্ধি পাচ্ছে, আয় হ্রাস পাচ্ছে। এ কশাঘাত থেকে মানুষ মুক্তি চায়।’

বিএনপির শীর্ষ এ নেতা বলেন, ‘আমরা প্রতিবাদ করেছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির। আমরা দাবি করছি দ্রুত সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত এবং একটা অরাজনৈতিক নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। এ আন্দোলনকে কেন্দ্র করে ইতিমধ্যে আমাদের পাঁচজন শহীদ হয়েছেন। এ আন্দোলনের সঙ্গে শহীদের রক্ত জড়িত। সুতরাং একদিকে আন্দোলন এবং অন্যদিকে শহীদের রক্তের ঋণ পরিশোধের একটা প্রতিশ্রুতি আমাদের সবার থাকবে।’

‘এটি কিন্তু মূলত সরকার পতনের আন্দোলন। অর্থাৎ এ সরকারকে নো বলছে সবাই, এ সরকারকে দেখতে চায় না’-বলেন তিনি।

‘কোনো বাধা-প্রতিবন্ধকতা ফ্যাসিবাদ, স্বৈরাচারকে টিকিয়ে রাখতে পারে নাই’ মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘পৃথিবীর পূর্বের ইতিহাস এবং বাংলাদেশের ইতিহাস তাই বলে। জনগণের মৌলিক সমস্যার সমাধান না করে শুধু টিয়ার গ্যাস গুলি ইত্যাদি দিয়ে কখনো কোনো আন্দোলন ব্যর্থ করা যায়নি, এ আন্দোলনও বন্ধ করা যাবে না।’

গয়েশ্বর বলেন, ‘আমাদের কর্মীরা যে-ই কর্মসূচিতে অংশগ্রহণ করে তারা খুব স্বয়ংসম্পূর্ণভাবে মানসিক বল নিয়ে করে। তারা বাধাপ্রাপ্ত হলে সেই বাধা অতিক্রম করার জন্য রুখে দাঁড়ায়। এটাই হলো আগামী আন্দোলনের সফলতার একটা পূর্বাভাস।’

‘বিএনপির যেকোনো কর্মসূচিতে এখন সাধারণ মানুষ অংশগ্রহণ করছে, ভবিষ্যতে আরও ব্যাপকভাবে অংশগ্রহণ করবে’ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘হয়ত একটা সময় আসবে আন্দোলন জনগণ সফল করবে, শুধু আমরা সেখানে উপস্থিত থাকব। এ ব্যাপারে আমরা খুব আশাবাদী।’

আজ বেলা সাড়ে ১১টায় জিয়ামঞ্চের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম ও সাধারণ সম্পাদক মো. ফয়েজুল্লাহ ইকবালের নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে গয়েশ্বর চন্দ্র রায় জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন।

এ সময় জিয়া মঞ্চের সহসভাপতি আবু তালেব, মহানগর উত্তরের শাহাদাত হোসেন পলাশ, আনিসুল ইসলাম সায়েম, দক্ষিণের আবদুল হামিদ মামুন ও রেজওয়ান মাসুদ চৌধুরী প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এলএম/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :