ফরিদপুরে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা নিয়ে সভা

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৬

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) অধিদপ্তরের অধীনে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বিষয়ে ঢাকা বিভাগের জুম সভা অনুষ্ঠিত হয়েছে । 

বৃহস্পতিবার সকাল ১১টায় জুম সভার সভাপতিত্ব করেন এলজিইডি ঢাকা বিভাগের বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মন্মথ রঞ্জন হালদার।

এদিকে ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল ইসলাম অহিদ সভাপতিত্বে বিভাগীয় এ জুম সভায় এ জেলা থেকে অংশগ্রহণ করেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী কে এম ফারুক হোসেন, সদর উপজেলা  এলজিইডির প্রকৌশলী মো. আলমগীর কবির, প্রেসক্লাবের সভাপতি  কবিরুল ইসলাম সিদ্দিকী, সহকারী প্রকৌশলী চিন্ময় প্রামাণিকসহ রাজনৈতিক কর্মী ও ঠিকাদাররা।

সদর উপজেলা এলজিইডি প্রকৌশলীর অফিস থেকে জুম সভায় আরো উপস্থিত ছিলেন, গেরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আরিফ হোসেনসহ এলজিইডির সকল কর্মকর্তা ও  কর্মচারীরা।

সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়নের জন্য সরকারি কর্মকর্তার পাশাপাশি ঠিকাদারদের আন্তরিক হতে হবে। এছাড়া সুবিধাভোগীরা যদি নিজের উন্নয়ন কাজ বুঝে নেন সে ক্ষেত্রে কাজের মান অবশ্যই ভালো করতে বাধ্য থাকে নিয়োগ প্রাপ্ত ঠিকাদার। 

সভায় ভক্তরা আরো বলেন, উন্নয়ন কাজ শুরুর সময়ে সেখানে সাইনবোর্ডের মধ্য দিয়ে বিস্তারিত তথ্য থাকতে হবে। যেন সংশ্লিষ্ট এলাকার মানুষ জনসাধারণ বুঝতে পারে সেখানে কী কাজ হচ্ছে।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এসএম)