ইরানে বিক্ষোভে উসকানির অভিযোগে সাবেক প্রেসিডেন্টের মেয়ে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:১১

ইরানে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর ঘটনায় ছড়িয়ে পড়া বিক্ষোভে উসকানি দেয়ার অভিযোগে দেশটির সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির মেয়ে ফাইজেহ হাশেমিকে গ্রেপ্তার করা হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে আনাদৌলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনকারীদের উসকে দেয়ার অভিযোগে পূর্ব তেহরান থেকে তাকে গ্রেপ্তার করেছে দেশটির একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা।

বিভিন্ন ইস্যুতে সরকারবিরোধী আন্দোলনে সংক্রিয় থাকায় তিনি গোয়েন্দা সংস্থার নজরদারিতে ছিলেন। তার প্রেসিডেন্ট হওয়ার কথা রয়েছে।

এর আগে, ২০১২ সালের সেপ্টেম্বরে সরকারবিরোধী প্রচারণারমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬ মাস তেহরানের কারাগারে থাকতে হয় তাকে।

২০০৯ সালে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগেও গ্রেপ্তার হয়েছিলেন কয়েকবার।

১৯৮৯ থেকে ১৯৯৭ পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্বে থাকা আলী আকবর রাফসানজানি ইরান বিপ্লবের অন্যতম সংগঠক। সংস্কারপন্থি এই নেতা এর পরও বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্ব পদে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে তার মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/২৯ সেপ্টেম্বর/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :