অভিষেকে জামালের বাজিমাত, সিরিজে এগিয়ে গেল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:২১

লাহোরে অনুষ্ঠিত সাত ম্যাচ সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে ইনিংসের শেষ ওভার করার জন্য অভিষিক্ত আমির জামালের হাতে বল তুলে দেন পাকিস্তানি দলনেতা বাবর আজম। আস্থার প্রতিদান দেন জামাল। ফলে ৬ রানের রোমাঞ্চকর জয় নিয়ে সিরিজের ৩-২ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

ম্যাচের শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে ১০০ রানের মধ্যে ৭ উইকেট হারায় পাকিস্তান। ওপেনার মোহাম্মদ রিজওয়ানের কল্যাণেই সম্মানজনক স্কোর পায় স্বাগতিকরা। রিজওয়ান ৪৬ বলে ২ চার আর ৩ ছক্কায় ৬৩ রানের ইনিংস খেলেন। বাবর আজম আউট হন মাত্র ৯ রানে। বাকি ব্যাটারদের মধ্যে ইফতিখার আহমেদ ১৫ ও আমির জামাল ১০ রান করেন। বাকিরা কেউ দশের ঘর স্পর্শ করতে পারেননি।

ইংল্যান্ডের পক্ষে ২০ রানের খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন মার্ক উড। দুটি করে উইকেট নেন স্যাম কুরান ও ডেভিড উইলি।

রান তাড়া করতে নামা ইংল্যান্ডের বিপক্ষে বল হাতে সুবিধা করতে পারেননি পাকিস্তানের অন্যতম সেরা বোলার হ্যারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিম। তাদের দুজনের করা ৮ ওভারেই ৭৩ রান তুলে ইংল্যান্ডের ব্যাটাররা। কিন্তু বাকি বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারীরা।

অধিনায়ক মঈন আলী ৩৭ বলে ২ চার ও ৪ ছক্কায় ৫১ রান করে অপরাজিত ছিলেন। এটাই ছিল ইংলিশদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস। এছাড়া ডেভিড মালান ৩৫ বলে ৩৬ রানের ইনিংস খেলেন। এছাড়া স্যাম কুরান ১৭ ও ক্রিস ওকস এবং বেন ডাকেট ১০ রানের দুটি ইনিংস খেলেন। ফলে ইংল্যান্ডের ইনিংস থামে ১৩৯ রানে।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :