বিএনপি লাঠি হাতে না নিলেও আ.লীগের কোমর ভেঙে গেছে: মির্জা ফখরুল

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২২, ২০:১১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বিএনপি লাঠি হাতে না নিলেও ইতোমধ্যেই আওয়ামী লীগের কোমর ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ ইতোমধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছে। কারণ হলো আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে মিটিং-মিছিলেও ছাত্রদের ওপর লাঠি, বন্দুক, টিয়ারগ্যাস দিয়ে আক্রমণ করা শুরু করে দিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের নৃশংস হামলার প্রতিবাদে সমাবেশের আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রদল। 

মির্জা ফখরুল বলেন, কালকে ওবায়দুল কাদের বলেছেন- বিএনপির নাকি হাটু ভাঙা। আমরা এখনও লাঠি হাতে নেইনি। তারপরও ইতোমধ্যে আওয়ামী লীগের কোমর ভেঙে গেছে। আওয়ামী লীগ শুধু লাঠি নয়, রাম দা, কুড়াল নিয়ে নিয়েছে। এছাড়া আপনাদের কোনো উপায় নেই। পুলিশের বন্ধুকের ওপর ভর করে আছেন। আপনারা জনগণের সঙ্গে নেই। সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছেন।

আওয়ামী লীগকে একটা সন্ত্রাসী দল বলে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, তাদের জন্ম হয়েছে সন্ত্রাসের মধ্যে দিয়ে। এজন্য তারা একদিকে বলেন- আমাদের সোনার ছেলেদের হাতে কলম তুলে দিয়েছে। অন্যদিকে সেই সোনার ছেলেদের হাতে লাঠি-বন্ধুক, রাম দা তুলে দিয়েছে।

আওয়ামী লীগ পরিকল্পতিভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, তারা ঢাকা বিশ্ববিদ্যায় ছাত্রদলের ওপর হামলা করেছে শুধু তা নয়, নিজেরাও সংর্ঘাতে জড়িয়েছে। ইডেন কলেজে নিজেরা মারামারি করে একটা নাক্কারজন অবস্থা করেছে।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এআরডি/কেএম)