নিউমোনিয়ার পর করোনা পজেটিভ নাসিম শাহের

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২২, ২০:২৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

গেল এশিয়া কাপে পাকিস্তান চ্যাম্পিয়ন হতে না পারলেও বেশ সুনাম কুড়িয়েছেন দলটির উদীয়মান পেসার নাসিম শাহ। সম্প্রতি ভালো সময় কাটছে না এই তারকা ক্রিকেটারের। নিউমোনিয়ার পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নাসিম শাহ।

তবে শারিরীক অবস্থার কোনো অবনতি হয়নি বলে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)। এজন্য হাসপাতাল থেকে তাকে নিজ বাসভবনে আনা হয়েছে। আর সেখানেই হোম কোয়ারেন্টিনে রয়েছেন নাসিম। আর বাসা থকেই চলবে তার করোনাসহ সকল চিকিৎসা।

গত মঙ্গলবার বিকেলে হালকা অসুস্থবোধ করেন নাসিম। পরে শোনা যা নিউমোনিয়ার খবর। সেই সঙ্গে ছিল জ্বর। করাচিতে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে করা হয় ডেঙ্গু টেস্ট। কিন্তু উল্টো শোনা যায় করো পজেটিভের কথা।  

আর এই কারণেই চলমান ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচ সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে না নাসিম শাহের। শুধু তাই নয়, নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য আসন্ন ত্রিদেশীয় সিরিজেও নাসিমকে পাচ্ছে না পাকিস্তান দল। ত্রিদেশীয় সিরিজের পাকিস্তানের সঙ্গে থাকছে স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশ।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এমএম)