দুপুরে আইজিপি হিসেবে দায়িত্ব বুঝে নিবেন মামুন, শ্রদ্ধা জানাবেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে

প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০২২, ০০:২০ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পুলিশের ৩১তম মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আজ শুক্রবার দুপুরে দায়িত্ব বুঝে নিবেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এরই মধ্যে সবধরণের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, দুপুর সাড়ে তিনটায় তিনি বিদায়ী পুলিশপ্রধানের কাছ থেকে দায়িত্ব বুঝে নিবেন। এরপর প্রথমে রাজারবাগ পুলিশ লাইনস-এ স্বাধীনতাযুদ্ধে নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ এবং ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন।

এদিকে বৃহস্পতিবার বিকালে র‌্যাব ডিজির পদ থেকে বিদায় নেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। রীতি অনুযায়ী রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয় তাকে। 

গত ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে আইজিপির পদ থেকে ড. বেনজীর আহমেদকে অবসরে পাঠানো হয়। একইদিন আরেক প্রজ্ঞাপনে র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পুলিশপ্রধানের দায়িত্ব দেয় সরকার। আর র‌্যাবপ্রধানের দায়িত্ব পান অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। তিনিও আজ শুক্রবার দুপুরে দায়িত্ব বুঝে নিবেন। বেনজীর আহমেদ বৃহস্পতিবার তার কর্মদিবসের শেষ অফিস করেছেন। 

নতুন পুলিশপ্রধানের বর্ণাঢ্য চাকরিজীবন

নতুন পুলিশপ্রধানের দায়িত্ব পেতে যাওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুন ২০২০ সালের ৮ এপ্রিল র‌্যাব ডিজি হিসেবে দায়িত্ব পান। এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শ্রীহেলা গ্রামের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আবদুল্লাহ আল মামুন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইলে। ১৯৮২ সালে বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা হিসেবে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন।

২০১৯ সালের মে মাসে তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। পুলিশে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একবার ‘বাংলাদেশ পুলিশ পদক’ (বিপিএম) ও ‘প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম) পেয়েছেন। এছাড়া গতবছরের ১৮ অক্টোবর চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেয় সরকার।

কর্মজীবনে আবদুল্লাহ আল মামুন পুলিশ সদরদপ্তর, মেট্রোপলিটন পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং বিভিন্ন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘ শান্তি মিশনে কাজ করার মাধ্যমে তিনি বিশ্ব শান্তিরক্ষার জন্য উজ্জ্বল অবদান রেখেছেন।

ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এসএস/এমআই)