বাংলাবান্ধা স্থলবন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৯

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও মুসলমানদের ঈদে মিলাদুন্নবী উদযাপনসহ সাপ্তাহিক ছুটিনিয়ে এবার ১০ দিনের ছুটির ফাঁদে পড়েছে বাংলাবান্ধা স্থলবন্দর। এ সময় বন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

আগামী ১০ অক্টোবর সোমবার সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

ভারতের ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফার অ্যাসোসিয়েশন ও বাংলাবান্ধা আমদানিকারক গ্রুপ যৌথ সিদ্ধান্তে এ ঘোষণা দেওয়া হয়।

বাংলাবান্ধা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, সাপ্তাহিক ছুটিসহ দুর্গাপূজা এবং ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ অক্টোবর পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ থাকবে। আগামী ১০ অক্টোবর সোমবার থেকে আমদানি-রপ্তানিসহ সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম চালু করা হবে।

তবে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। 

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এসএম)