কাবুলে শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী হামলা, নিহত অন্তত ১৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৯ | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৭
ছবি- আল-আরাবিয়া

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী হামলায় অন্তত ১৯ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। কাবুল পুলিশের বরাত দিয়ে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে তথ্যটি জানানো হয়েছে।

বিবিসি জানায়, শহরের পশ্চিমে দাশত-ই-বারচি এলাকায় কাজ শিক্ষাকেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে বসেছিল বলে কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন।

ওই এলাকায় বসবাসকারীদের মধ্যে অনেকেই হাজারা সংখ্যালঘু। তারা অতীতেও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

এখনো কোনো গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

তবে শিয়া হাজারারা দীর্ঘদিন ধরে তালেবান এবং তার প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) উভয়ের নিপীড়নের সম্মুখীন হয়েছে।

শুক্রবার, তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, নিরাপত্তা দল ঘটনাস্থলে ছিল এবং হামলার নিন্দা করেছে।

আব্দুল নাফি টাকোর বলেন, বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করা ‘শত্রুর অমানবিক নিষ্ঠুরতা এবং নৈতিক মানদণ্ডের অভাব প্রমাণ করে।’

তালেবান গত আগস্টে আফগানিস্তানে ক্ষমতায় এসেছে এবং তারা স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে জানিয়েছে।

তবে এখনো পর্যন্ত আইএসের হামলা অব্যাহত রয়েছে।

দাশত-ই-বারচি এলাকাটি বেশ কয়েকটি হামলার স্থান ছিল, যার মধ্যে কয়েকটি স্কুল ও হাসপাতালকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

তালেবানের ক্ষমতা দখলের আগে গত বছর দাশত-ই-বার্চির একটি বালিকা বিদ্যালয়ে বোমা হামলায় কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছিল এবং আরও কয়েকশ আহত হয়েছিল।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ, ২৮ কর্মীকে বরখাস্ত করলো গুগল

আমিরাতে বৃষ্টিপাত অব্যাহত, দুবাই বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা

ভারতে প্রথম দফায় লোকসভা নির্বাচন শুরু শুক্রবার

ইরানের হাতে রাশিয়ার এসইউ-৩৫ যুদ্ধবিমান ও এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা!

নেসলের বেবিফুডে অতিরিক্ত চিনি  

ইসরায়েল আত্মরক্ষার জন্য সবকিছু করবে: নেতানিয়াহু 

মধ্যপ্রাচ্যে বৈরী আবহাওয়া: আকস্মিক বন্যার পেছনে আছে কৃত্রিম বৃষ্টিপাতেরও ভূমিকা

তিন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলি সেনাবাহিনীর, পাল্টা হামলা হিজবুল্লার

শিগগির পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

ইউক্রেন যুদ্ধে ৫০ হাজারের বেশি রুশ সেনা নিহত

এই বিভাগের সব খবর

শিরোনাম :