কক্সবাজারে এক লাখ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, দুটি গাড়ি জব্দ
প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৮

কক্সবাজারের জেল গেইট এলাকা থেকে এক লাখ ইয়াবাসহ শাহাব উদ্দিন (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় দুটি গাড়ি জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে জেলা কারাগার সংলগ্ন বাইপাস সড়কে এ অভিযান চালানো হয়।
আটক শাহাবুদ্দিন (২৪) কক্সবাজারের রামু উপজেলার উত্তর খুনিয়াপালং এলাকার ছৈয়দ আলমের ছেলে।
কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার ওসি সাইফুল আলম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানকালে দুটি প্রাইভেট কার থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি গাড়ির চালক পালিয়ে যায়। এসময় অপর গাড়ির চালক মাদক কারবারি শাহাব উদ্দিনকে আটক করা হয়।
এ বিষয়ে মামলা দায়ের করে তাকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় পলাতক গাড়ির চালকসহ ইয়াবা সিন্ডিকেটের মূল হোতাদের ধরতে ডিবির অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এসএম)