কত টাকা পাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নরা?

প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

অক্টোবরেই শুরু হচ্ছে ক্রিকেটবিশ্বের অন্যতম সেরা ক্রিকেটীয় আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টটি শুরু হওয়ার আগ মুহূর্তে ক্রিকেটপ্রেমী মানুষদের জল্পনা-কল্পনার শেষ নেই। একদল মানুষের আগ্রহ থাকে প্রাইজমানি নিয়ে। এবার তাদের জন্যই রয়েছে সুঃখবর। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি জানাল আইসিসি।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের নিজস্ব ওয়েবসাইটে বিশ্বকাপের প্রাইজমানির পরিমাণ জানিয়েছে। আইসিসি জানিয়েছে, চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা। আর রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক অর্থ। অর্থাৎ আট কোটিরও বেশি টাকা।

এদিকে সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে হেরে যাওয়া দুই দল পাবে ৪ লাখ ডলার করে, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ৪০ লাখ ৩৭ হাজার টাকা। ১৬ দলের এই টুর্নামেন্টে মোট প্রাইজমানি ৫৬ লাখ ডলার।

প্রথম রাউন্ডে প্রতি ম্যাচ জয়ের জন্যও ৪০ লাখ টাকা অর্থ পাবে দলগুলো। আর প্রথম রাউন্ড থেকে বাদ পড়া ৪ দল পাবে ৪০ হাজার ডলার করে। যা বাংলাদেশী টাকায় ৪০ লাখ টাকা।

উল্লেখ্য, র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে ইতিমধ্যেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আটটি দল। সরাসরি সুযোগ না পাওয়া আট দলের মধ্যে চারটি দল পাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট।     

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এমএম)