কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৪:০৯ | প্রকাশিত : ০১ অক্টোবর ২০২২, ১২:৩৫

“পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা” প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।

শনিবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আয়োজনে উপজেলার তুমিলিয়া ও নাগরী ইউনিয়নে পৃথকভাবে দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে ‘প্রবীণ দিবস সফল হোক সফল হোক, প্রবীণদের অধিকার দিতে হবে দিয়ে দাও’ স্লোগানে র‌্যালিতে কারিতাস ঢাকা অঞ্চলের অধীনে বাস্তবায়িত এসডিডিবি প্রকল্পের প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্ত হিতৈষী ক্লাবের সমন্বয়ে ওই ২টি ইউনিয়নের ১৭টি ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, উন্নয়ন মিত্র, সমমনা প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কারিতাস এসডিডিবি প্রকল্পের এনিমেটর জয়ন্ত মজুমদার, জিফেম্স প্রকল্পের মাঠ কর্মকর্তা যোসেফ ডি সিলভা, আরসিএইচডিপি প্রকল্পের সহকারী মাঠ কর্মকর্তা শিপ্রা রোজারিও, রকি প্রধান প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যেন প্রবীণ ব্যক্তিরা তাদের অধিকার নিয়ে পরিবার, সমাজ তথা বিশ্বে মাথা উঁচু করে বাঁচতে পারেন সেই লক্ষ্যে সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করেন। কেননা দেশ উন্নয়নশীলের দিকে দিন দিন ধাপিত হচ্ছে তাই উন্নয়ন কাউকে বাদ দিয়ে করা সম্ভব নয়।

তাই এই পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তিদের সামনের সারিতে রেখে কাজ করতে হবে। আজ যারা প্রবীণ তারা সারা জীবন এই সমাজ, দেশ তথা বিশ্ব গঠনের পেছনে অগ্রণী ভূমিকা রেখেছেন তাই আমরা সহজে সবকিছু সুন্দর উপভোগ করতে পারি।

পরে আলোচনা শেষে ক্লাবের সদস্যরা একত্রিত হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র এর মাধ্যমে দিবসটি উদযাপন সমাপ্তি হয়।

(ঢাকাটাইমস/০১অক্টোবর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :